Home » Lead News » প্রশ্ন ফাঁস বন্ধ ও পরীক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে…….কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান

প্রশ্ন ফাঁস বন্ধ ও পরীক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে…….কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান

Share Button

স্টাফ রিপোর্টার ॥ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মোঃ রুহুল আমিন ভূঁইয়া বলেছেন, কিছুদিন পর শিক্ষার্থীদের এইচ এস সি পরীক্ষা শুরু হবে। সেখানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির ঘোষনা অনুযায়ী প্রশ্ন ফাঁস বন্ধ করতে প্রত্যেকে স্ব স্ব অবস্থান থেকে আগের মতোই একযোগে কাজ করতে হবে। সবাই কাজ করলেই নকল মুক্ত পরিবেশ নিশ্চিত হবে। এর সাথে সাথে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের পরীক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। সোমবার বিকাল ৩ টায় চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ১৯৪৫ সাল থেকে এখন পর্যন্ত যারা যারা শ্রম দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে স্কুল ও কলেজের কার্যক্রম এই পর্যন্ত পৌঁছিয়েছেন। তাদেরকে সহ এই এলাকার কৃতি সন্তান এম এ ওয়াদুদ সাহেবকে শ্রদ্ধাভরে স্মরন করছি। এর আগে তিনি স্বাধীনতার স্থপতি মহান স্বাধীনতার ঘোষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভাষা শহীদদেরও শ্রদ্ধাভরে স্মরন করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, খুব শীঘ্রই এই স্কুল এন্ড কলেজে আলাদাভাবে একটি কলেজ ভবন নির্মিত হবে এই কামনা করছি। এই স্কুলের চাহিদাগুলো পূরন করার চেষ্টা করবো।এ সময় তিনি সকল শিক্ষার্থীকে মাদক থেকে বিরত থাকা এবং বাবা মাকে ভালোবাসার পরামর্শ দেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ডাঃ জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু বলেন, শিক্ষার্থীদের মাদকের ব্যাপারে মনযোগী হতে হবে। নিজেও ভালো থাকতে হবে সেই সাথে পাড়া প্রতিবেশীকেও ভালো রাখতে হবে। এই প্রতিষ্ঠানটির শ্রেণী কক্ষের সমাধান দ্রুতই হচ্ছে। সেই সাথে প্রতিষ্ঠানটির কলেজের জন্য আলাদা একটি ভবন নির্মান করার পরিকল্পনা করছি। এ সময় তিনি এই শিক্ষা-প্রতিষ্ঠানটি যাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে বিশেষভাবে স্মরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন। কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক নূরে আলম পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার সেকসন অফিসার বোরহান উদ্দিন, জেলা আওয়ামীলীগ সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির মেম্বার ও রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান পাটওয়ারী, বর্তমান চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, রামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি সোহরাব হোসেন পাটওয়ারী, শাহাদাৎ হোসেন পাটওয়ারী,সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) মোঃ শাহাদাৎ হোসেন জাকির,রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান হাবীব পাটওয়ারী।

Facebook Comments
Share Button