Home » বিনোদন » শুটিংয়ে বুবলী

শুটিংয়ে বুবলী

Share Button

চাঁদপুরজমিন ডেস্ক ॥ আবারও শুটিংয়ে ব্যস্ত হয়েছেন এসময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী।

মাঝে কিছুদিন মিডিয়াতে দেখা যায়নি তাকে। গতকাল থেকে ‘একটু প্রেম দরকার’ নামে ছবির শুটিং করছেন তিনি।

এ ছবিতে বরাবরের মতো দেশসেরা নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। প্রথম লটে ছবির ৬০ শতাংশ শুটিং আগেই শেষ হয়েছিল। মাঝে পরিচালকের সমস্যার কারণে শুটিং বন্ধ রাখা হয়।

গতকাল থেকে এফডিসিতে ছবির দ্বিতীয় লটের শুটিং শুরু হয়। অনেকদিন পর শুটিংয়ে ব্যস্ত হওয়া প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমি যে কয়টি ছবিতে অভিনয় করছি সবই শাকিব খানের সঙ্গে। তাই তার সঙ্গে সিডিউল মিলিয়ে কাজ করতে হয়। ‘

একটু প্রেম দরকার’ ছবির প্রথম লটের শুটিংয়ের পর বিরতি ছিল। কারণ ওই সময় শাকিব খান অন্য ছবির শুটিং করেছেন।

নতুন করে তিনি সিডিউল দেয়ায় আবারও শুটিং শুরু হয়েছে। আশা করছি এবার টানা কাজ করে শেষ করতে পারব।’

Facebook Comments
Share Button