Home » চাঁদপুরের সংবাদ » চাঁদপুর সদর » হংকং যাচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মঈনুল হাসান

হংকং যাচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মঈনুল হাসান

Share Button

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও উপসচিব মোঃ মঈনুল হাসান দুই সপ্তাহের সফরে হংকং যাচ্ছেন। মঙ্গলবার জেলা প্রশাসকের শিক্ষা ও আইসিটি কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে। জানা যায়, এ বছর প্রশাসনিক প্রশিক্ষনে তিনি হংকংয়ে যাচ্ছেন। তিনি আগামী ১৬ ফেব্রুয়ারি এই প্রশাসনিক প্রশিক্ষনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। আরো জানা যায়, সারা দেশের প্রায় ৩০ জন এই প্রশিক্ষনে অংশ নিতে হংকং যাবেন। সারা দেশের এই ৩০ জনের মধ্যে চাঁদপুরের মোঃ মঈনুল হাসানও রয়েছেন। তিনি এই সফরে প্রশিক্ষন শেষ করে আগামী ২ মার্চ দেশে ফেরার কথা রয়েছে। তার এই সফর সুন্দর ও সফলভাবে শেষ করতে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, গত ২০১৭ সালের ১৭ই অক্টোবর তিনি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে যোগদান করেন। তিনি চাঁদপুরে নিজ দায়িত্ব পালনের পাশাপাশি একজন লেখকও। এবছরও ঢাকার ২১ শে ফেব্রুয়ারি বই মেলায় তার লেখা বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে।

Facebook Comments
Share Button